ভারতকে হারিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

যুব বিশ্বকাপের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ—প্রতিপক্ষ শক্তিশালী ভারত। তবে চ্যালেঞ্জ যত বড়ই হোক, আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ শিবির। দলের নির্বাচক ও ম্যানেজার এহসানুল হক সিজান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন—ভারতকে হারিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করতে চায় লাল-সবুজের তরুণ দল। ম্যাচের আগের দিন এক ভিডিও বার্তায় সিজান বলেন, ‘খেলোয়াড়রা যদি নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে ভারতের বিপক্ষে জয় অসম্ভব নয়। ২০২৪ সালের এশিয়া কাপে আমরা ভারতকে হারিয়েছি, আর সেই দলের অনেক ক্রিকেটারই এবার বিশ্বকাপ স্কোয়াডে আছে। তাই আমি আশাবাদী—কালকের ম্যাচে ভালো ফল আসবে।’ ভারতের শক্তি সম্পর্কে পূর্ণ সচেতন বাংলাদেশ কোচিং স্টাফও। প্রধান কোচ নাভিদ নেওয়াজ প্রতিপক্ষকে যথাযথ সম্মান জানিয়ে বলেন, ‘ভারত খুবই ভালো দল—এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু আমরাও প্রস্তুত। এই ম্যাচে যে দল মাঠে ভালো খেলবে, তারাই জিতবে।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের লক্ষ্য শুধু ফল নয়, প্রক্রিয়াটা ঠিক রাখা। খেলোয়াড়রা যদি পরিকল্পনায় অটল থাকে এবং সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে জয় সম্ভব। শেষ পর্যন্ত মাঠেই নির্ধারিত হবে—কে কতটা ভালো খেলল।’ দুই দল

ভারতকে হারিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

যুব বিশ্বকাপের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ—প্রতিপক্ষ শক্তিশালী ভারত। তবে চ্যালেঞ্জ যত বড়ই হোক, আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ শিবির। দলের নির্বাচক ও ম্যানেজার এহসানুল হক সিজান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন—ভারতকে হারিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করতে চায় লাল-সবুজের তরুণ দল।

ম্যাচের আগের দিন এক ভিডিও বার্তায় সিজান বলেন, ‘খেলোয়াড়রা যদি নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে ভারতের বিপক্ষে জয় অসম্ভব নয়। ২০২৪ সালের এশিয়া কাপে আমরা ভারতকে হারিয়েছি, আর সেই দলের অনেক ক্রিকেটারই এবার বিশ্বকাপ স্কোয়াডে আছে। তাই আমি আশাবাদী—কালকের ম্যাচে ভালো ফল আসবে।’

ভারতের শক্তি সম্পর্কে পূর্ণ সচেতন বাংলাদেশ কোচিং স্টাফও। প্রধান কোচ নাভিদ নেওয়াজ প্রতিপক্ষকে যথাযথ সম্মান জানিয়ে বলেন, ‘ভারত খুবই ভালো দল—এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু আমরাও প্রস্তুত। এই ম্যাচে যে দল মাঠে ভালো খেলবে, তারাই জিতবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের লক্ষ্য শুধু ফল নয়, প্রক্রিয়াটা ঠিক রাখা। খেলোয়াড়রা যদি পরিকল্পনায় অটল থাকে এবং সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে জয় সম্ভব। শেষ পর্যন্ত মাঠেই নির্ধারিত হবে—কে কতটা ভালো খেলল।’

দুই দলের শক্তির লড়াইয়ে সমান সম্ভাবনা দেখছে বাংলাদেশ শিবির। তবে অতীতের আত্মবিশ্বাস, সাম্প্রতিক প্রস্তুতি এবং স্পষ্ট পরিকল্পনা—সব মিলিয়ে ভারতকে হারিয়েই বিশ্বকাপ শুরু করার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow