ভালুকায় যুবককে পিটিয়ে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার আগে কারখানার ফ্লোর ম্যানেজার তাকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করেন। পরে তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়। শনিবার (২০ ডিসেম্বর) এ ঘটনায় গ্রেপ্তার ১০ জনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে র্যাব-১৪-এর পরিচালক নাইমুল হাসান এসব তথ্য জানান। এরই মধ্যে পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেনকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন কারখানার কোয়ালিটি ইনচার্জ এবং মিরাজ হোসেন আকন (৪৬)। ঘটনার বর্ণনা দিতে গিয়ে র্যাব কর্মকর্তা নাইমুল হাসান বলেন, ঘটনার শুরু হয় বিকেল ৪টার দিকে। কারখানার ফ্লোর ইনচার্জ দিপু চন্দ্র দাসকে ইস্তফা দিতে বাধ্য করেন। ইস্তফা দেওয়ার পর তাকে পুলিশের কাছে না দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়। কেন তার নিরাপত্তা নিশ্চিত করা হয়নি—এ কারণে পাইওনিয়ার কারখানার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কী বলা হয়েছে বা কাকে বলা হয়েছে—এ বিষয়ে এখনো কেউ সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেনি। উত্তেজিত জনতার ভূমিকা কিংবা পূর্ব কোনো শত্রুতা ছিল কি না, স
ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার আগে কারখানার ফ্লোর ম্যানেজার তাকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করেন। পরে তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়।
শনিবার (২০ ডিসেম্বর) এ ঘটনায় গ্রেপ্তার ১০ জনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে র্যাব-১৪-এর পরিচালক নাইমুল হাসান এসব তথ্য জানান।
এরই মধ্যে পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেনকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন কারখানার কোয়ালিটি ইনচার্জ এবং মিরাজ হোসেন আকন (৪৬)।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে র্যাব কর্মকর্তা নাইমুল হাসান বলেন, ঘটনার শুরু হয় বিকেল ৪টার দিকে। কারখানার ফ্লোর ইনচার্জ দিপু চন্দ্র দাসকে ইস্তফা দিতে বাধ্য করেন। ইস্তফা দেওয়ার পর তাকে পুলিশের কাছে না দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়। কেন তার নিরাপত্তা নিশ্চিত করা হয়নি—এ কারণে পাইওনিয়ার কারখানার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কী বলা হয়েছে বা কাকে বলা হয়েছে—এ বিষয়ে এখনো কেউ সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেনি। উত্তেজিত জনতার ভূমিকা কিংবা পূর্ব কোনো শত্রুতা ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হবে। তিনি আরও বলেন, একটি অভিযোগের ভিত্তিতে কাউকে হত্যা করে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারা কোনোভাবেই আইনের আওতায় পড়ে না, এবং সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীও এটিকে গ্রহণযোগ্য মনে করে না।
তিনি জানান, যেহেতু মামলাটি থানায় দায়ের করা হয়েছে, তাই থানাই মূল তদন্ত করবে। পাশাপাশি র্যাবের পক্ষ থেকে ‘ছায়া তদন্ত’ও চলবে।
গ্রেফতার অন্য আটজন হলেন- তারেক হোসেন (১৯), লিমন সরকার, মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), আজমল হাসান সগীর (২৬), শাহিন মিয়া (১৯) এবং মো. নাজমুল।
শেষ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
র্যাব-১৪ এর পরিচালক নাঈমুল হাসান বলেন, এরা কেউ রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ২৮ বছর বয়সী যুবক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহে আগুন দেওয়া হয়। ঘটনার জেরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অর্ধদগ্ধ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় শুক্রবার বিকেলে দিপুর ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে ভালুকা মডেল থানায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
What's Your Reaction?