মানবসভ্যতার বহু ভিত্তি গড়ে উঠেছিল প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতায়

বইটির মূল আলোচনায় বন্ধু রামিজ আহমেদ বলেন, মেসোপটেমিয়া শব্দের অর্থ ‘দুই নদীর মধ্যবর্তী স্থান’—তাইগ্রিস ও ইউফ্রেতিস নদীর মধ্যবর্তী বর্তমান ইরাক অঞ্চলে এই সভ্যতার বিকাশ ঘটে। উর্বর মাটির কারণে এখানকার মানুষ প্রাচীনকালেই কৃষিভিত্তিক জীবন গড়ে তোলে। ধীরে ধীরে এখানে উর, উরুক, লাগাশ, ব্যাবিলনসহ বহু নগররাষ্ট্র গড়ে ওঠে, যা পৃথিবীর প্রথম দিকের শহরগুলোর উদাহরণ। মেসোপটেমিয়ার অন্যতম বড় অর্জন হলো কিউনিফর্ম লিপি, যা মানবজাতির প্রথম দিকের লিখনপদ্ধতি। ব্যবসা, হিসাব, আইন, সাহিত্য—সবকিছুই তারা মাটির ফলকে লিখে রাখত। এখানেই তৈরি হয় বিখ্যাত হাম্মুরাবির আইনসংহিতা, যা বিশ্বের প্রথম লিখিত আইনগুলোর একটি।

বইটির মূল আলোচনায় বন্ধু রামিজ আহমেদ বলেন, মেসোপটেমিয়া শব্দের অর্থ ‘দুই নদীর মধ্যবর্তী স্থান’—তাইগ্রিস ও ইউফ্রেতিস নদীর মধ্যবর্তী বর্তমান ইরাক অঞ্চলে এই সভ্যতার বিকাশ ঘটে। উর্বর মাটির কারণে এখানকার মানুষ প্রাচীনকালেই কৃষিভিত্তিক জীবন গড়ে তোলে। ধীরে ধীরে এখানে উর, উরুক, লাগাশ, ব্যাবিলনসহ বহু নগররাষ্ট্র গড়ে ওঠে, যা পৃথিবীর প্রথম দিকের শহরগুলোর উদাহরণ। মেসোপটেমিয়ার অন্যতম বড় অর্জন হলো কিউনিফর্ম লিপি, যা মানবজাতির প্রথম দিকের লিখনপদ্ধতি। ব্যবসা, হিসাব, আইন, সাহিত্য—সবকিছুই তারা মাটির ফলকে লিখে রাখত। এখানেই তৈরি হয় বিখ্যাত হাম্মুরাবির আইনসংহিতা, যা বিশ্বের প্রথম লিখিত আইনগুলোর একটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow