রাতে ফাঁকা গুলি ছুড়ে ত্রাস, সিসিটিভির ফুটেজে শনাক্ত

বরিশাল নগরীতে গভীর রাতে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। দুটি মোটরসাইকেলে আসা মুখোশধারী চার ব্যক্তি পিস্তল উঁচিয়ে আকাশের দিতে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। ওই এলাকার সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্য পর্যালোচনা করে এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ যৌথবাহিনীর সদস্যরা।  মাদকের টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে গত বুধবার রাত পৌনে ১১টার দিকে বরিশাল সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের রিফিউজি (খালেদাবাদ) কলোনিতে এ ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের। এ ঘটনায় একপক্ষ থানায় লিখিত অভিযোগও দিয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার। সিসি ক্যামেরার ২৮ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, ‘লাঠি হাতে কয়েকজন যুবক রিফিউজি কলোনিতে দাঁড়িয়ে আছে। এ সময় দুটি মোটরসাইকেলে আসা মুখোশধারী চার ব্যক্তি রুবেল নামে একজনের নাম উল্লেখ করে তাকে খোঁজাখুঁজি এবং গালাগাল করে। একপর্যায় সামনের মোটরসাইকে

রাতে ফাঁকা গুলি ছুড়ে ত্রাস, সিসিটিভির ফুটেজে শনাক্ত

বরিশাল নগরীতে গভীর রাতে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। দুটি মোটরসাইকেলে আসা মুখোশধারী চার ব্যক্তি পিস্তল উঁচিয়ে আকাশের দিতে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। ওই এলাকার সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্য পর্যালোচনা করে এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ যৌথবাহিনীর সদস্যরা। 

মাদকের টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে গত বুধবার রাত পৌনে ১১টার দিকে বরিশাল সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের রিফিউজি (খালেদাবাদ) কলোনিতে এ ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের।

এ ঘটনায় একপক্ষ থানায় লিখিত অভিযোগও দিয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার।

সিসি ক্যামেরার ২৮ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, ‘লাঠি হাতে কয়েকজন যুবক রিফিউজি কলোনিতে দাঁড়িয়ে আছে। এ সময় দুটি মোটরসাইকেলে আসা মুখোশধারী চার ব্যক্তি রুবেল নামে একজনের নাম উল্লেখ করে তাকে খোঁজাখুঁজি এবং গালাগাল করে। একপর্যায় সামনের মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি পিস্তল উঁচিয়ে আকাশের দিকে ফাঁকা গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। তখন এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা যে যার মতো ছোটাছুটি শুরু করে।’

খোঁজ নিয়ে জানা গেছে, রিফিউজি কলোনির বাসিন্দা আলতাফ শরীফের ছেলে রুবেল শরীফ ওরফে ‘নাককাটা’ রুবেল নামে এক ব্যক্তি রয়েছেন, যিনি গত বিএনপি সরকারের আমলে কলোনিতে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেন। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত ছিলেন তিনি। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি।

তবে চব্বিশের গণঅভ্যুত্থানের পর ফের এলাকায় ফিরে প্রতিপক্ষ কসাই ছালামের ছেলে রকির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এরই মধ্যে চাঁদাবাজির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলাও করে প্রতিপক্ষ। সবশেষে গত বুধবার রাতে দক্ষিণ আলেকান্দা খালেদাবাদ (রিফিউজি) কলোনির বাসিন্দা মো. মোফাজ্জেল কাজীর ছেলে সুজন কাজী বাদী হয়ে রুবেল ওরফে নাককাটা রুবেলের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন। ওই রাতেই রিফিউজি কলোনিতে রুবেল নামে কারও নাম নিয়ে ফাঁকা গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। 

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার কালবেলাকে বলেন, বুধবার রাতে গুলিবর্ষণের একটি সিসিটিভির ফুটেজ আমরা পেয়েছি। বৃহস্পতিবার বিকেলে যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের আমরা শনাক্ত করেছি। খুব শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow