রুকু-সিজদার তাসবিহ ভুল পড়লে নামাজ হবে?
প্রশ্ন: আমি মাঝে-মধ্যে ভুল করে রুকুতে সিজদার তাসবিহ, সিজদায় রুকুর তাসবিহ পড়ে ফেলি, এ রকম ভুলের কারণে কি নামাজ নষ্ট হয়ে যাবে বা সাহু সিজদা দিতে হবে? রুকু-সিজদায় কতবার তাসবিহ পড়তে হয়? উত্তর: নামাজের রুকুর তাসবিহ হলো: سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ উচ্চারণ: সুবহানা রাব্বিয়াল আযীম অর্থ: আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। নামাজের সিজদার তাসবিহ হলো: سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى উচ্চারণ: সুবহানা রাব্বিয়াল আ’লা অর্থ: আমি আমার সুউচ্চ রবের পবিত্রতা বর্ণনা করছি। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রুকু ও সিজদায় এভাবেই তাসবিহ পড়েছেন এবং সাহাবায়ে কেরামকে এভাবেই তাসবিহ পড়তে শিখিয়েছেন। হুযাইফা ইবনুল ইয়ামান (রা.) বলেন, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রুকুতে ‘সুবহানা রাব্বিয়াল আযীম’ ও সেজদায় ‘সুবহানা রাব্বিয়াল আ’লা’ পড়তেন। (মুসনাদে আহমদ: ২৩৩১১) আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যখন আপনাদের কেউ রুকুতে যায়, সে যেন তিনবার ‘সুবহানা রাব্বিয়াল আযীম’ পড়ে। এটা তিনবার পড়লে তার রুকু পূর্ণ হবে। আর আপনাদের কেউ যখন সিজদায় যায়, তখন সে যেন তিনবার ‘সু
প্রশ্ন: আমি মাঝে-মধ্যে ভুল করে রুকুতে সিজদার তাসবিহ, সিজদায় রুকুর তাসবিহ পড়ে ফেলি, এ রকম ভুলের কারণে কি নামাজ নষ্ট হয়ে যাবে বা সাহু সিজদা দিতে হবে? রুকু-সিজদায় কতবার তাসবিহ পড়তে হয়?
উত্তর: নামাজের রুকুর তাসবিহ হলো:
سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ
উচ্চারণ: সুবহানা রাব্বিয়াল আযীম
অর্থ: আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি।
নামাজের সিজদার তাসবিহ হলো:
سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى
উচ্চারণ: সুবহানা রাব্বিয়াল আ’লা
অর্থ: আমি আমার সুউচ্চ রবের পবিত্রতা বর্ণনা করছি।
রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রুকু ও সিজদায় এভাবেই তাসবিহ পড়েছেন এবং সাহাবায়ে কেরামকে এভাবেই তাসবিহ পড়তে শিখিয়েছেন। হুযাইফা ইবনুল ইয়ামান (রা.) বলেন, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রুকুতে ‘সুবহানা রাব্বিয়াল আযীম’ ও সেজদায় ‘সুবহানা রাব্বিয়াল আ’লা’ পড়তেন। (মুসনাদে আহমদ: ২৩৩১১)
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যখন আপনাদের কেউ রুকুতে যায়, সে যেন তিনবার ‘সুবহানা রাব্বিয়াল আযীম’ পড়ে। এটা তিনবার পড়লে তার রুকু পূর্ণ হবে। আর আপনাদের কেউ যখন সিজদায় যায়, তখন সে যেন তিনবার ‘সুবহানা রাব্বিয়াল আলা’ পড়ে। এটা তিনবার পড়লে তার সিজদা পূর্ণ হবে। তিনবার হলো সর্বনিম্ন সংখ্যা। (সুনানে ইবনে মাজা: ৮৯০)
তাই রুকুর তাসবিহ সিজদায় ও সিজদার তাসবিহ রুকুতে পড়া সুন্নত পরিপন্থি কাজ। ইচ্ছা করে এ রকম অদল-বদল করে তাসবিহ পড়া অনুচিত। তবে ইচ্ছা করে বা ভুল করে এ রকম অদল-বদল করে তাসবিহ পড়লে নামাজ নষ্ট হবে না, সাহু সিজদাও ওয়োজিব হবে না।
রুকু-সিজদায় কমপক্ষে তিন তিনবার তাসবিহ পড়া সুন্নত, পাঁচবার বা সাতবারও পড়া যায়। ইচ্ছা করে তিনবারের কম পড়া অনুচিত। এরপরও তিনবার তাসবিহ পড়া যেহেতু ফরজ বা ওয়াজিব নয়, তাই তিনবার তাসবিহের কম পড়লেও নামাজ আদায় হয়ে যাবে। রুকু ও সিজদায় কেউ ভুল করে বা ইচ্ছাকৃত একবার বা দুবার তাসবিহ পড়লেও নামাজ বাতিল হবে না বা সাহু সিজদাও ওয়াজিব হবে না।
নামাজে তাড়াহুড়া করা উচিত নয়। রুকু ও সিজদাসহ নামাজের প্রতিটি রোকনে গিয়ে স্থির হওয়া পর্যন্ত অবস্থান করা ফরজ। কেউ যদি তাড়াহুড়া করতে গিয়ে নামাজের রোকনগুলোয় গিয়ে ঠিক মতো স্থীরও না হয়, তাহলে নামাজ নষ্ট হয়ে যেতে পারে।
ওএফএফ/জেআইএম
What's Your Reaction?