শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্যাংকলরি মুদি দোকানে, আহত ৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলবাহী একটি ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ঢুকে পড়লে দোকানে অবস্থানরত একজনের পা বিচ্ছিন্নসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল বাজার এলাকার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এসময় শাহজাদপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা পারভেজ হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে এসে আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে স্থানীয় সেলিম মোল্লার মুদি দোকানে বসে কয়েকজন চা খাচ্ছিল। এমন সময়ে বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্যাংকলরির চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে যাওয়ায় ৫ জন আহত হন। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানান তারা। আহতরা হলেন, বাবু সরকার, শাহান, শওকত, সেলিম ও নূরমোহাম্মাদ। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হন। তারা উপস্থিত সংবাদকর্মীদের জানান, সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে এসে শুনতে পাই ৫ জন আহত হয়েছে। তারমধ্যে ১জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে শাহজাদপু

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্যাংকলরি মুদি দোকানে, আহত ৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলবাহী একটি ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ঢুকে পড়লে দোকানে অবস্থানরত একজনের পা বিচ্ছিন্নসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল বাজার এলাকার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এসময় শাহজাদপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা পারভেজ হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে এসে আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে স্থানীয় সেলিম মোল্লার মুদি দোকানে বসে কয়েকজন চা খাচ্ছিল। এমন সময়ে বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্যাংকলরির চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে যাওয়ায় ৫ জন আহত হন। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানান তারা। আহতরা হলেন, বাবু সরকার, শাহান, শওকত, সেলিম ও নূরমোহাম্মাদ।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হন। তারা উপস্থিত সংবাদকর্মীদের জানান, সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে এসে শুনতে পাই ৫ জন আহত হয়েছে। তারমধ্যে ১জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনায় আহত ৫ জনের খবর নিশ্চিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow