সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেবকে কুমিল্লায় দাফন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের মরদেহ তাঁর মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার অলিপুর গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ দাফন করা হয়। জানাজার আগে মোতালেব হোসেনের মরদেহ শেষবারের মতো দেখতে আশপাশের এলাকা থেকে সহস্রাধিক মানুষ ভিড় করে এবং জানাজায় অংশ নেয়। এর আগে রাত সাড়ে ৮টার দিকে মরদেহবাহী গাড়িটি গ্রামে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের আর্তনাদে অলিপুরের বাতাস ভারি হয়ে ওঠে। জানাজার নামাজে সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সহকর্মীর প্রতি অশ্রুসিক্ত নয়নে শেষবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জানাজার নামাজ শেষে র‍্যাব-১১ কুমিল্লার পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন অলিপুর গ্রামের প্রয়াত আবদুল খালেক ভূঁইয়ার ১১ সন্তানের মধ্যে সবার ছোট। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের বাবা। গত শুক্রবার ছুটি শেষে মোতালেব হোসেন কর্মস্থল চট্টগ্রামে ফিরে যান। গতকাল সোমবার সন্ত্রাসীদের ধরতে পরিচালিত এক অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হন।

সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেবকে কুমিল্লায় দাফন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের মরদেহ তাঁর মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার অলিপুর গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।

জানাজার আগে মোতালেব হোসেনের মরদেহ শেষবারের মতো দেখতে আশপাশের এলাকা থেকে সহস্রাধিক মানুষ ভিড় করে এবং জানাজায় অংশ নেয়। এর আগে রাত সাড়ে ৮টার দিকে মরদেহবাহী গাড়িটি গ্রামে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের আর্তনাদে অলিপুরের বাতাস ভারি হয়ে ওঠে।

জানাজার নামাজে সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সহকর্মীর প্রতি অশ্রুসিক্ত নয়নে শেষবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জানাজার নামাজ শেষে র‍্যাব-১১ কুমিল্লার পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন অলিপুর গ্রামের প্রয়াত আবদুল খালেক ভূঁইয়ার ১১ সন্তানের মধ্যে সবার ছোট। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের বাবা। গত শুক্রবার ছুটি শেষে মোতালেব হোসেন কর্মস্থল চট্টগ্রামে ফিরে যান। গতকাল সোমবার সন্ত্রাসীদের ধরতে পরিচালিত এক অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow