সরকারের কাজ জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করা : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের কাজ জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করা। কিন্তু শুধু বিশেষ কোনো কারণে সরকারের ভোট দেওয়ার কথা বলা ‘উচিত নয়’।  শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত শিশু-কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  আমীর খসরু বলেন, আমি সরকারকে বলব, ভোট দেওয়ার জন্য জনগণকে আপনারা উৎসাহিত করুন। সার্বিকভাবে সব ভোটের কথা বলতে হবে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে সিটি মেয়র শাহাদাত হোসেন এবং অতিথি দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিশু-কিশোর সমাবেশ উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক এইচএম রাশেদ খান এবং শাহানশাহ হজরত জিয়াউল হক মাউজভাণ্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এওয়াই এমডি জাফর।

সরকারের কাজ জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করা : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের কাজ জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করা। কিন্তু শুধু বিশেষ কোনো কারণে সরকারের ভোট দেওয়ার কথা বলা ‘উচিত নয়’। 

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত শিশু-কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আমীর খসরু বলেন, আমি সরকারকে বলব, ভোট দেওয়ার জন্য জনগণকে আপনারা উৎসাহিত করুন। সার্বিকভাবে সব ভোটের কথা বলতে হবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে সিটি মেয়র শাহাদাত হোসেন এবং অতিথি দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিশু-কিশোর সমাবেশ উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক এইচএম রাশেদ খান এবং শাহানশাহ হজরত জিয়াউল হক মাউজভাণ্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এওয়াই এমডি জাফর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow