সাত কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ছাত্রশিবিরের সংহতি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে দ্রুত অধ্যাদেশ জারির জোর দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার (১৭ জানুয়ারি) শিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ সংহতি প্রকাশ করা হয়। বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লা বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বৈষম্য ও প্রশাসনিক জটিলতার শিকার হয়ে আসছে। শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত থাকার ফলে সাত কলেজের শিক্ষার্থীরা নিয়মিত সেশনজট, পরীক্ষা ও ফল প্রকাশে বিলম্ব, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং শিক্ষা পরিবেশের অবনতির মতো নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। এসব সমস্যার স্থায়ী সমাধানে সাত কলেজকে একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাই একমাত্র বাস্তবসম্মত পথ। নেতারা আরও বলেন, শিক্ষার্থীদের শান্ত

সাত কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ছাত্রশিবিরের সংহতি প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে দ্রুত অধ্যাদেশ জারির জোর দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার (১৭ জানুয়ারি) শিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ সংহতি প্রকাশ করা হয়। বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লা বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বৈষম্য ও প্রশাসনিক জটিলতার শিকার হয়ে আসছে। শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত থাকার ফলে সাত কলেজের শিক্ষার্থীরা নিয়মিত সেশনজট, পরীক্ষা ও ফল প্রকাশে বিলম্ব, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং শিক্ষা পরিবেশের অবনতির মতো নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। এসব সমস্যার স্থায়ী সমাধানে সাত কলেজকে একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাই একমাত্র বাস্তবসম্মত পথ। নেতারা আরও বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া কিংবা দমনমূলক আচরণ কোনোভাবেই কাম্য নয়। বরং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে দ্রুত অধ্যাদেশ জারি করে বিশ্ববিদ্যালয় রূপান্তরের প্রক্রিয়া শুরু করা সরকারের দায়িত্ব। বিবৃতিতে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় বিলম্ব না করে অবিলম্বে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় শিক্ষা ব্যবস্থায় অস্থিরতা আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow