সাত তথ্য পরিবর্তন স্থগিত, এনআইডি সংশোধনে সীমিত সুযোগ রাখল ইসি

ভোটার তালিকা চূড়ান্তকরণ প্রক্রিয়া চলমান থাকায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সাতটি গুরুত্বপূর্ণ তথ্য সংশোধন সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় অসঙ্গতি এড়াতে নাম, বাবা- মায়ের নাম, জন্মতারিখ, ভোটার ঠিকানা, পেশা ও ছবি এই তথ্যগুলো এখন পরিবর্তন করা যাবে না। তবে অন্যান্য কিছু ফিল্ডে সংশোধনের সীমিত সুযোগ রাখার সিদ্ধান্ত জানিয়েছে ইসি। সোমবার (১ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, চলমান ভোটার তালিকা চূড়ান্তকরণ কার্যক্রমের কারণে জাতীয় পরিচয়পত্রের সাতটি গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের সুযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এসব তথ্য হলো-নাম, বাবা-মায়ের নাম, পেশা, জন্মতারিখ, ভোটার ঠিকানা ও ছবি। কমিশন বলছে, তালিকা চূড়ান্ত হওয়ার আগে এসব তথ্য পরিবর্তন হলে সমন্বয়জনিত জটিলতা তৈরি হবে। তিনি আরও বলেন, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পরে কমিশনের সিদ্ধান্ত সাপেক্ষে এই ফিল্ডগুলো পুনরায় সংশোধনের জন্য উন্মুক্ত করা যেতে পারে।তবে বর্তমানে এনআইডির স্বামী/স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম (প্রযোজ্য ক্ষেত্রে), প্রতিবন্ধকতা ও প্রতিবন্ধকতার ধরন

সাত তথ্য পরিবর্তন স্থগিত, এনআইডি সংশোধনে সীমিত সুযোগ রাখল ইসি

ভোটার তালিকা চূড়ান্তকরণ প্রক্রিয়া চলমান থাকায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সাতটি গুরুত্বপূর্ণ তথ্য সংশোধন সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় অসঙ্গতি এড়াতে নাম, বাবা- মায়ের নাম, জন্মতারিখ, ভোটার ঠিকানা, পেশা ও ছবি এই তথ্যগুলো এখন পরিবর্তন করা যাবে না। তবে অন্যান্য কিছু ফিল্ডে সংশোধনের সীমিত সুযোগ রাখার সিদ্ধান্ত জানিয়েছে ইসি।

সোমবার (১ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, চলমান ভোটার তালিকা চূড়ান্তকরণ কার্যক্রমের কারণে জাতীয় পরিচয়পত্রের সাতটি গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের সুযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এসব তথ্য হলো-নাম, বাবা-মায়ের নাম, পেশা, জন্মতারিখ, ভোটার ঠিকানা ও ছবি। কমিশন বলছে, তালিকা চূড়ান্ত হওয়ার আগে এসব তথ্য পরিবর্তন হলে সমন্বয়জনিত জটিলতা তৈরি হবে।

তিনি আরও বলেন, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পরে কমিশনের সিদ্ধান্ত সাপেক্ষে এই ফিল্ডগুলো পুনরায় সংশোধনের জন্য উন্মুক্ত করা যেতে পারে।তবে বর্তমানে এনআইডির স্বামী/স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম (প্রযোজ্য ক্ষেত্রে), প্রতিবন্ধকতা ও প্রতিবন্ধকতার ধরন এবং টেলিফোন নম্বর পরিবর্তনের সুযোগ খোলা রয়েছে। বিশেষ করে টেলিফোন নম্বর পরিবর্তনের বিষয়টি আয়কর রিটার্ন জমা দিতে অনেকের সমস্যার কারণে জরুরি হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। প্রযুক্তিগত সমস্যাগুলো দূর হওয়ায় এখন পৃথিবীর যেকোনো দেশ থেকে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাচ্ছে। আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোট) নিবন্ধনের ক্ষেত্রে তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিনের জন্য সময় খোলা থাকবে।

সেবা বন্ধের সমালোচনার জবাবে তিনি বলেন, পরিবর্তনগুলোর সঙ্গে এনআইডি–ডাটাবেইসের সমন্বয়ের জটিলতা থেকেই সংশোধনসেবা সীমিত করা হয়েছে। ভবিষ্যতে প্রযুক্তিগতভাবে প্রস্তুত হলে এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এসব সেবা পুনরায় চালু করা সম্ভব।

নতুইসিন রাজনৈতিক দলের নিবন্ধন অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, মাঠপর্যায়ের তদন্ত রিপোর্ট আসতে শুরু করেছে। প্রক্রিয়া শেষ হলে কমিশন এ বিষয়ে ঘোষণা দেবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow