সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।  সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় চূড়ান্ত মনোনয়নপত্র হাতে পান তিনি। এমরান আহমদ চৌধুরী কালবেলাকে বলেন, আমাকে চূড়ান্ত মনোয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞ। আমার এ প্রাপ্তি আমি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সম্মানিত ভোটার ও সর্বস্তরের জনগণের প্রতি উৎসর্গ করছি। আমি আমার দলের প্রতি কৃতজ্ঞ। সিলেট-৬ আসনে উন্নয়নে সবাইকে পাশে নিয়ে কাজ করা আমার একমাত্র লক্ষ্য। দলের সব পর্যায়ের নেতাকর্মী মতপার্থক্য ভুলে ধানের শীষের পক্ষে কাজ করবেন। তিনি আরও বলেন, সিলেট-৬ আসনে যারা দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তারা সবাই যোগ্য। তাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। দলের জন্য তাদের ত্যাগ, শ্রম ও অবদান কোনো অংশেই কম নয়। তারা মনোনয়ন না পেলেও আমরা সবাই একই মঞ্চের। আজ থেকে সবাই নবোদ্যমে সর্বশক্তি নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ব। ইনশাআল্লাহ, ধানের শীষের জয় সুনিশ্চিত করেই ঘরে ফিরব।

সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় চূড়ান্ত মনোনয়নপত্র হাতে পান তিনি।

এমরান আহমদ চৌধুরী কালবেলাকে বলেন, আমাকে চূড়ান্ত মনোয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞ। আমার এ প্রাপ্তি আমি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সম্মানিত ভোটার ও সর্বস্তরের জনগণের প্রতি উৎসর্গ করছি। আমি আমার দলের প্রতি কৃতজ্ঞ। সিলেট-৬ আসনে উন্নয়নে সবাইকে পাশে নিয়ে কাজ করা আমার একমাত্র লক্ষ্য। দলের সব পর্যায়ের নেতাকর্মী মতপার্থক্য ভুলে ধানের শীষের পক্ষে কাজ করবেন।

তিনি আরও বলেন, সিলেট-৬ আসনে যারা দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তারা সবাই যোগ্য। তাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। দলের জন্য তাদের ত্যাগ, শ্রম ও অবদান কোনো অংশেই কম নয়। তারা মনোনয়ন না পেলেও আমরা সবাই একই মঞ্চের। আজ থেকে সবাই নবোদ্যমে সর্বশক্তি নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ব। ইনশাআল্লাহ, ধানের শীষের জয় সুনিশ্চিত করেই ঘরে ফিরব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow