সীমান্ত থেকে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়ন। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় গান্দাইল বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থানে তল্লাশি করে এগুলো উদ্ধার করে। বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার গান্দাইল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৮০ এর বাংলাদেশের অভ্যন্তরে একটি অস্ত্রের চালান পাচার হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে একটি বিশেষ টহল দল সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে। পরে রাত ৮টায় নাটিটিলা নামক স্থানে তল্লাশি অভিযান পরিচালন করে মালিক বিহীন অবস্থায় ১টি ভারতীয় পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। বিজিবি ৫২ ব্যাটালিয়ন লে. কর্নেল মো. আতাউর রহমান (এসইউপি) জানান, এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে বিজিবি প্রতিনিয়ত তৎপর রয়েছে। যে কোনো ধরনের অপতৎপরতা এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত কার্যক্রম প্রতিহত করার ক্ষেত্রে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়ন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় গান্দাইল বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থানে তল্লাশি করে এগুলো উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার গান্দাইল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৮০ এর বাংলাদেশের অভ্যন্তরে একটি অস্ত্রের চালান পাচার হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে একটি বিশেষ টহল দল সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে। পরে রাত ৮টায় নাটিটিলা নামক স্থানে তল্লাশি অভিযান পরিচালন করে মালিক বিহীন অবস্থায় ১টি ভারতীয় পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন লে. কর্নেল মো. আতাউর রহমান (এসইউপি) জানান, এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে বিজিবি প্রতিনিয়ত তৎপর রয়েছে। যে কোনো ধরনের অপতৎপরতা এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত কার্যক্রম প্রতিহত করার ক্ষেত্রে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
What's Your Reaction?