সড়ক দুর্ঘটনার শিকার অক্ষয়ের নিরাপত্তা গাড়িবহর

ভারতের মুম্বাইয়ের ব্যস্ত জুহু এলাকায় ঘটে গেছে এক ভয়ংকর ঘটনা। বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের নিরাপত্তা গাড়িবহর শিকার হয়েছে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার। দ্রুতগতির একটি অটোরিকশার আচমকা ধাক্কায় কনভয়ের নিরাপত্তাকর্মীদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, মুহূর্তের মধ্যেই সেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উৎকণ্ঠা—তারকার নিরাপত্তা নিয়ে শুরু হয় নানা জল্পনা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে অক্ষয় কুমার ও তার স্ত্রী টুইঙ্কেল খান্না মুম্বাই বিমানবন্দর থেকে নিজেদের বাড়িতে ফিরছিলেন। পথে জুহুর কাছে একটি বেপরোয়া গতির অটোরিকশা তাদের কনভয়ের সামনের একটি বিলাসবহুল গাড়িতে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে উল্টে যায়; ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় তারকা দম্পতি পেছনের গাড়িতে থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।  দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত অটোচালক এবং সেই গাড়িতে থাকা এক যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়ি ও অটোটি জব্দ করেছে। অক্ষয় ও টুইঙ্কেলকে পরে নিরাপদেই বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পুলিশের ধারণা, অটো

সড়ক দুর্ঘটনার শিকার অক্ষয়ের নিরাপত্তা গাড়িবহর

ভারতের মুম্বাইয়ের ব্যস্ত জুহু এলাকায় ঘটে গেছে এক ভয়ংকর ঘটনা। বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের নিরাপত্তা গাড়িবহর শিকার হয়েছে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার। দ্রুতগতির একটি অটোরিকশার আচমকা ধাক্কায় কনভয়ের নিরাপত্তাকর্মীদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, মুহূর্তের মধ্যেই সেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উৎকণ্ঠা—তারকার নিরাপত্তা নিয়ে শুরু হয় নানা জল্পনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে অক্ষয় কুমার ও তার স্ত্রী টুইঙ্কেল খান্না মুম্বাই বিমানবন্দর থেকে নিজেদের বাড়িতে ফিরছিলেন। পথে জুহুর কাছে একটি বেপরোয়া গতির অটোরিকশা তাদের কনভয়ের সামনের একটি বিলাসবহুল গাড়িতে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে উল্টে যায়; ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় তারকা দম্পতি পেছনের গাড়িতে থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান। 

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত অটোচালক এবং সেই গাড়িতে থাকা এক যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়ি ও অটোটি জব্দ করেছে। অক্ষয় ও টুইঙ্কেলকে পরে নিরাপদেই বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

পুলিশের ধারণা, অটোটি অতিরিক্ত গতিতে থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা দেয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মুম্বাইয়ের রাস্তায় অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ে আগে থেকেই অভিযোগ ছিল, তবে এবার খোদ বড় তারকার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় ট্রাফিক পুলিশ বিষয়টি নিয়ে বাড়তি নজরদারি শুরু করেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow