হুমায়ূন আহমেদের ‘পোকা’—বাস্তব নাকি বিভ্রম
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আলতাফ হোসেন কেবল তেলাপোকার ফিসফিসানি শোনেন না, তিনি তাদের সংঘবদ্ধ গোপন তৎপরতা বুঝতে পারেন। লেখক এখানে এমন একটি প্রাণীকে কেন্দ্রীয় প্রতীকে পরিণত করেছেন, যা সাধারণত ঘৃণা ও অবজ্ঞার পাত্র। এই পোকারাই হয়ে ওঠে পৃথিবীর যাবতীয় গোপন তথ্য, ভবিষ্যতের ইঙ্গিত এবং মানব অস্তিত্বের তুচ্ছতার ধারক।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আলতাফ হোসেন কেবল তেলাপোকার ফিসফিসানি শোনেন না, তিনি তাদের সংঘবদ্ধ গোপন তৎপরতা বুঝতে পারেন। লেখক এখানে এমন একটি প্রাণীকে কেন্দ্রীয় প্রতীকে পরিণত করেছেন, যা সাধারণত ঘৃণা ও অবজ্ঞার পাত্র। এই পোকারাই হয়ে ওঠে পৃথিবীর যাবতীয় গোপন তথ্য, ভবিষ্যতের ইঙ্গিত এবং মানব অস্তিত্বের তুচ্ছতার ধারক।