৫৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ১০০

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ১১ মাসে ময়মনসিংহ সেক্টর এলাকায় অভিযান চালিয়ে ৫৫ কোটি ১৪ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। একই সময়ে মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১০০ জনকে আটক করেছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ময়মনসিংহ-৩৯ বিজিবি সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের মতো পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ দমনে বিজিবি সরাইল রিজিয়নের অধীনে ইউনিটগুলো বিভিন্ন সময়ে বিশেষ অভিযানে ১৮ জন আসামিসহ ৯ লাখ ৭৫ হাজার ৭৫৬ ঘনফুট বালু ও ৪ লাখ ৯১ হাজার ৮৪২ ঘনফুট পাথর জব্দ করেছে। এসব অভিযানে ২৭টি ট্রাক, ৭৫টি ট্রলি, ৪৫টি ট্রাক্টর, ১৮টি লরি এবং ৪০টি নৌকা-৪০ জব্দ করেছে। বহু অবৈধ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান, দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে জাল নোট পাচার রোধে সীমান্তে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি কাজ করছে। এসব ক্ষেত্রে ড্রোন, নাইট ভিশন ও ডিজিটাল সার্ভিলেন্সের মাধ্যমে নজরদারি জোরদার করেছে। এসব ক

৫৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ১০০

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ১১ মাসে ময়মনসিংহ সেক্টর এলাকায় অভিযান চালিয়ে ৫৫ কোটি ১৪ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। একই সময়ে মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১০০ জনকে আটক করেছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ময়মনসিংহ-৩৯ বিজিবি সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের মতো পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ দমনে বিজিবি সরাইল রিজিয়নের অধীনে ইউনিটগুলো বিভিন্ন সময়ে বিশেষ অভিযানে ১৮ জন আসামিসহ ৯ লাখ ৭৫ হাজার ৭৫৬ ঘনফুট বালু ও ৪ লাখ ৯১ হাজার ৮৪২ ঘনফুট পাথর জব্দ করেছে। এসব অভিযানে ২৭টি ট্রাক, ৭৫টি ট্রলি, ৪৫টি ট্রাক্টর, ১৮টি লরি এবং ৪০টি নৌকা-৪০ জব্দ করেছে। বহু অবৈধ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে জাল নোট পাচার রোধে সীমান্তে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি কাজ করছে। এসব ক্ষেত্রে ড্রোন, নাইট ভিশন ও ডিজিটাল সার্ভিলেন্সের মাধ্যমে নজরদারি জোরদার করেছে।

এসব কার্যক্রম সফল করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow