৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। কালবেলাকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব স্টেশন মাস্টার আবু ইউসুফ। তিনি বলেন, আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) আসার পর বগি লাইন থেকে উদ্ধার করা হয়। দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে।  এর আগে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলওয়ে সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি ভৈরব স্টেশনের ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে ক্রসিং করার সময় আউটার এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে রেললাইনটি সম্পূর্ণ ব্লক হয়ে পড়লে ওই রুট দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সকাল ৭টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন (রিলি

৯ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।

কালবেলাকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব স্টেশন মাস্টার আবু ইউসুফ।

তিনি বলেন, আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) আসার পর বগি লাইন থেকে উদ্ধার করা হয়। দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে। 

এর আগে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি ভৈরব স্টেশনের ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে ক্রসিং করার সময় আউটার এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে রেললাইনটি সম্পূর্ণ ব্লক হয়ে পড়লে ওই রুট দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সকাল ৭টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। 

এদিকে এই দুর্ঘটনার ফলে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস, এগারসিন্দুর এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়ে। এছাড়া কিশোরগঞ্জগামী এগারসিন্দুর, সিলেটগামী পারাবত এক্সপ্রেস, ঢাকাগামী চট্টগ্রাম মেইল ও তূর্ণা নিশীথা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন আশপাশের বিভিন্ন স্টেশনে আটকে থাকে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow