অধ্যক্ষের ‘ভুয়া’ সনদ তদন্তে দুদকের অভিযান

2 months ago 6

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কলেজের অধ্যক্ষ খোরশেদ আলীর বিরুদ্ধে ভুয়া বয়স ও শিক্ষাগত সনদ জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ পদে বহাল থাকার অভিযোগে এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে দুদক কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়। অভিযানের সময় কলেজের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন দুদক কর্মকর্তারা।

দুদক সূত্রে জানা গেছে, অধ্যক্ষ খোরশেদ আলী ভুয়া বয়স দেখিয়ে ও সনদ জালিয়াতি করে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ পদে বহাল রয়েছেন বলে দুদকে অভিযোগ করা হয়েছে। এর ভিত্তিতে সরেজমিন তদন্ত করতে কলেজে যায় দুদক টিম।

এ দিকে দুদক কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী ছুটিতে রয়েছেন। তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

Read Entire Article