অনুরাগীদের ভালোবাসায় আবেগে ভাসলেন অমিতাভ

3 months ago 53

বলিউড শাহেনশাহ বলে কথা। তাকে নিয়ে অনুরাগীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস ও ভালোবাসা প্রকাশ করবেন এটাই স্বাভাবিক। কিন্তু মাঝে মধ্যে এর মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যা স্বয়ং অমিতাভকে বিস্মিত করে। আগেবে ভাসায়।

বোরবার (১৫ জুন) তুমুল বৃষ্টি হয়েছিল মুম্বাইয়ে। কিন্তু তারপরও নিয়ম মেনে ‘জলসা’ মানে নিজের বাড়িতে অভিনেতা অমিতাভ বচ্চন তার ভক্তদের সঙ্গে দেখা করতে বের হয়েছিলেন। শাহেন শাহ তার ব্লগে জানিয়েছেন, তিনি সেই সব মানুষদের কাছে মাথা নত করেছেন এবং তাদের জন্য প্রার্থনা করেছেন, যারা এত বৃষ্টি উপেক্ষা করেও তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। অমিতাভ বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা বেশ কিছু ছবিও শেয়ার করেছেন।

অভিনেতার শেয়ার করা এসব ছবিতে অমিতাভ নিজের এবং তার বাড়ির ‘জলসা’র বিভিন্ন ঝলক তুলে ধরেছেন। ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘মুষলধারে বৃষ্টি হচ্ছিল কিন্তু তারা সেখানে দাঁড়িয়ে ছিলেন, অন্য কোথাও চলে যাননি। আমার কাছে এ ভালোবাসার কোনো উত্তর নেই। এই ভালোবাসাকে বর্ণনা করার মতো কোনো শব্দ নেই।’

অমিতাভ জানিয়েছেন, তিনি তাদের বাড়িতে ফিরে যেতে বললেও তারা সেখানেই দাঁড়িয়ে ছিলেন। অমিতাভ লেখেন, ‘সব ঈশ্বরের কৃপা। তার এই আশীর্বাদ যেন সব সময় আমার উপর থাকে। আপনাদের এ ভালোবাসাকে আটকানোর শক্তি কোনো বৃষ্টির নেই। অনেকবার সবাইকে বলা হয়েছিল যে, আপনারা চলে যান, এত জোর বৃষ্টি হচ্ছে। কিন্তু তারা দাঁড়িয়েই থাকলেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।’

তার সঙ্গে দেখা করার জন্য কষ্ট করে যাওয়া ভক্তদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন অমিতাভ। তিনি আরও লেখেন, ‘প্রবল বৃষ্টির মধ্যেও, তারা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে রইলেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। পাশের বাড়ি থেকে তারা আমাকে দেখে ভালোবেসে হাত নাড়েন। আমি তাদের দেখার চেষ্টা করি, সব সময় চেষ্টা করি। আর তারা তা গ্রহণও করে। এটা একটা মন ছুঁয়ে যাওয়া অনুভূতি।’

 
 
 
View this post on Instagram

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

অমিতাভ শেষে আরও লেখেন, ‘আমি মুখ ফিরিয়ে নিতে চাই না। কিন্তু বৃষ্টি…! তারা ভিজে যাচ্ছিলেন। এটা আমার বাড়ি, আমার জায়গা, আমার বাসস্থান...! বছরের পর বছর ধরে এটা হাজার হাজার মানুষের প্রবেশদ্বার হয়ে গেছে। কেবল আমাকে একবার দেখার জন্য! এটা সর্বশক্তিমানের আশীর্বাদ। তাদের কাছ থেকে এই স্নেহ এবং ভালোবাসা চিরকাল যেন আমি পেতে থাকি। আমার শ্রদ্ধা এবং ভালোবাসা চিরকাল তাদের জন্য অটুট থাকবে।’

অমিতাভ বচ্চন বেশ কয়েক বছর ধরে প্রতি রোববার তার মুম্বাইয়ের বাড়ি ‘জলসার’ বাইরে শত শত অনুরাগীর সঙ্গে দেখা করেন, মিশে যান সবার সঙ্গে। অনুরাগীদের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা গ্রহণ করেন।

এমএমএফ/এএসএম

Read Entire Article