অনুশীলনে প্রতিদিন ১৫০ ছক্কা হাঁকানোর দাবি করা ক্রিকেটারের অবসর ঘোষণা

1 week ago 9

২০২২ এশিয়া কাপের আগে সাক্ষাৎকারে এক মন্তব্য করে আলোচনায় চলে এসেছিলেন পাকিস্তানের ব্যাটার আসিফ আলী। সে সময় তিনি দাবি করেছিলেন, অনুশীলনে প্রতিদিন ১০০-১৫০ ছক্কা হাঁকান তিনি। সেই আসিফ আলী এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেন আসিফ নিজেই। তিনি লেখেন, ‘পাকিস্তানের জার্সি পরা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। সবচেয়ে গর্বের অধ্যায় ছিল দেশের হয়ে মাঠে নামা। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় যারা আনন্দের মুহূর্তে আমার সঙ্গে ছিলেন এবং দুঃসময়েও শক্তি দিয়েছেন। বিশ্বকাপ চলাকালে প্রিয় কন্যার মৃত্যুসহ কঠিন সময়েও তাদের সাহস আমাকে সামনে এগিয়ে নিয়েছে।’ 

পাকিস্তানের হয়ে মোট ৭৯টি সাদা বলের ম্যাচ খেলেছেন আসিফ। তার মধ্যে টি-টোয়েন্টি আছে ৫৮টি ও ওয়ানডে ২১টি। তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা মুহূর্ত ছিল ২০২১ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৭ বলে ২৫ রানের ইনিংস, যা দলের জয়ে বড় ভূমিকা রেখেছিল।

২০২২ সালে আসিফ তার বক্তব্যে বলেছিলেন, ‘আমি এমন একটা জায়গায় খেলি, যেখানে প্রতি ওভারে ১০ এরও বেশি রান করে দরকার হতেই পারে। সেটার জন্যই বড় শট খেলতে হয় আমাদের। আর এ জন্য দরকার প্রচুর প্রস্তুতির। অনুশীলনে আমি প্রতিদিন সাধারণত ১০০-১৫০ ছক্কা হাঁকাই, যেন ম্যাচে অন্তত ৪-৫ টা ছক্কা হলেও মারতে পারি।’

Read Entire Article