অনুশীলনের মাঝে ছুটিতে লঙ্কান কোচ

2 months ago 33

আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে মিরপুর ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করছে বাংলাদেশ নারী দল। ইতোমধ্যে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন নিগার সুলতানা জ্যোতিরা। তবে এরইমধ্যে দল ছেড়ে নিজ দেশ শ্রীলঙ্কায় ছুটিতে গিয়েছেন প্রধান কোচ হাসান তিলকারত্নে।

খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীলঙ্কার জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন হাসানের স্ত্রী আপসারি সিঙ্গাবাহু তিলকারত্নে। তিনি দেশটির প্রধান বিরোধী দল সামাগি জন বালাওয়েগা (এসজেবি) হয়ে নির্বাচনে অংশ নেন। সে কারণেই দেশে যান হাসান। তবে সিরিজ শুরুর আগেই আবারও বাংলাদেশে ফিরে আসবেন তিনি।

আগামী ২৭ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে শুরু হবে নারীদের ওয়ানডে সিরিজ। এরপর সিলেটে হবে টি-টোয়েন্টি সিরিজের সবকয়টি ম্যাচ। আসন্ন সিরিজটি আইসিসির ভবিষ্যত সফরসূচিতে (এফটিপি) খেলবেন জ্যোতিরা।

Read Entire Article