অন্তর্বর্তী সরকার একটি দলের দিকে ঝুঁকে পড়েছে : ফয়জুল করীম

3 hours ago 5

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল; তা পালন করতে পারেনি। অন্তর্বর্তী সরকার একটি দলের দিকে ঝুঁকে পড়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, পিআর সিস্টেম হলে দলীয় কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য থাকবে না। সব দল সংসদে যাওয়ার সুযোগ পাবে। সেই সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা যাবে। খারাপ লোক আর ক্ষমতায় যেতে পারবে না। সংসদ হবে কার্যকর। 

তিনি আরও বলেন, দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। তাতে ভোটের এবং ভোটারের মূল্যায়ন হবে এবং সব দল ক্ষমতায় যাওয়ার সুযোগ পাবে। এতে কোনো স্বৈরাচার তৈরি হবে না, কালোটাকার ছড়াছড়ি থাকবে না, দিনের ভোট রাতে হবে না। 

সিনিয়র নায়েবে আমির বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং খুনিদের বিচার করা দেশের মানুষের গণদাবিতে পরিণত হয়েছে। ৫৩ বছরা যারা দেশ শাসন করেছেন, তারা জাতিকে মুক্তি দিতে পারেননি। আমরা আদর্শ বিক্রি করে ক্ষমতায় যেতে চাই না, আমরা রাসুল (সা,) আদর্শ বাস্তবায়ন করতে চাই।

গণসমাবেশ শেষে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম জয়পুরহাট জেলার সংসদীয় আসন (সদর ও পাঁচবিবি) আসনে দলীয় প্রার্থী মাওলানা আব্দুল ওয়াদুদ এবং (কালাই, ক্ষেতলাল ও আক্কেলুপুর) আসনে মাওলানা মুহাম্মদ নাজমুল হাসান মাহমুদের নাম ঘোষণা করেন।

Read Entire Article