কুড়িগ্রামের রৌমারীতে জমি দখলের অভিযোগে যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ জালাল সোহান ও সদস্য নাজমুল হোসেনকে (টাইগার) প্রাথমিকভাবে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।
জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
গত সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙী মধ্যপাড়া এলাকার ১৬ শতক জমির মধ্যে আটশতক জমি গত ৩০ বছর আগে আয়নাল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন আব্দুল কাদের। পরে আয়নাল মিয়া মারা যাওয়ায় তার ছেলে চাঁন মিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল ও সদস্য নাজমুল হোসেন টাইগারসহ ১২ জনকে এনে জোরপূর্বক বাকি আট শতক জমিও দখলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় প্রতিবাদ করায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সংঘর্ষ হয়। পরে গ্রামবাসী ভাড়াটিয়াদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতি রায়হান কবীর বলেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ জালাল সোহান ও সদস্য নাজমুল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নেতাকর্মীরা ব্যক্তিগত স্বার্থে এ ধরনের কাজে জড়ালে কেউকেই ছাড় দেওয়া হবে না।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি শান্ত করে। আব্দুস সামাদ নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়েছে। জমিজমা সংক্রান্ত বিষয় তাই বিজ্ঞ আদালতের পরামর্শ নিতে বলা হয়েছে।
রোকনুজ্জামান মানু/এএইচ/জিকেএস