অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ফারুক

4 months ago 70

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ফারুক আহমেদ।

ফারুক আহমেদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম আজাদ হোসেন রোববার (১ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার রিট আবেদনটি দায়ের করেন।

রিটে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক নতুন বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুকের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, সোমবার (২ জুন) রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং ৯ জন বোর্ড পরিচালকের মধ্যে আটজনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গত বৃহস্পতিবার গভীর রাতে পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে। ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি পদ হারান তিনি।

পরদিন শুক্রবার বিকেলে জাতীয় ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্তে নতুন সভাপতি হন। পরিচালকদের ভোটে সর্বসম্মতিক্রমে নিয়োগ পান তিনি।

এফএইচ/এমকেআর

Read Entire Article