অপারেশন ডেভিল হান্ট অভিযানে কুমিল্লায় গ্রেপ্তার ১৩
কুমিল্লার বিভিন্ন উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিতে করেছেন।
গ্রেপ্তারের মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৪ জন, বুড়িচংয়ে ৩ জন, দেবিদ্বারে ১ জন, নাঙ্গলকোটে ২ জন, মুরাদনগরে ১ জন, সদর দক্ষিণে ১ জন এবং দাউদকান্দিতে ১ জন। এ ছাড়াও এদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান, অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি এবং তিনজন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, কুমিল্লা মহানগরীর ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জনি, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম হোসেন তপন এবং সাজাপ্রাপ্ত আসামি রনি।
বুড়িচংয়ে গ্রেপ্তারকৃত তিনজন হলেন, উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউল করিম খোকন, উপজেলার আ. লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, মোকাম ইউনিয়নের আ. লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন।
এ ছাড়াও পুলিশের পৃথক অভিযানে দেবিদ্বার উপজেলার ছাত্রলীগ নেতা মো. নাবির হোসেন, মুরাদনগরের সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত বাবু, নাঙ্গলকোট উপজেলা যুবলীগ নেতা ফরহাদ হোসেন, পৌরসভা ছাত্রলীগ নেতা ফয়েজ আহমেদ এবং দাউদকান্দির এক আ. লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।