অপারেশন ডেভিল হান্টে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

1 month ago 28

রংপুরের গঙ্গাচড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে চাঁন মিয়া (৪৩) নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় গঙ্গাচড়া মডেল থানা পুলিশের অভিযানে গঙ্গাচড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।

জানা যায়, চাঁন মিয়া আলমবিদিতর ইউনিয়নের মণ্ডলের হাট এলাকার মনতাজ উদ্দিনের ছেলে। তিনি আলমবিদিতর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। 

পুলিশ জানায়, চাঁন মিয়ার বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃঙ্খলা বিঘ্ন করে জনমনে ক্ষোভের সৃষ্টি ও উত্তেজনা সৃষ্টির অভিযোগ রয়েছে। এ ছাড়া আমলযোগ্য অপরাধ করার প্রস্তুতির অভিযোগ আছে।

ওসি আল এমরান বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।

Read Entire Article