অবরোধ প্রত্যাহার, দুই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

2 months ago 5

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১১ জুন) সকাল ৮টা ৪০মিনিটে বিক্ষোভকারীরা রেলপথ ছেড়ে দেন। এতে দুই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহিদুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ প্রত্যাহার করা হয়েছে

তিনি বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর তারা অবরেধ প্রত্যাহার করে নিয়েছেন। এর পরপরই সব ট্রেন চলাচল শুরু করে। দেড় ঘণ্টা বিলম্বে ৮টা ৫০ মিনিটে সিল্কসিটি ট্রেন ছেড়ে গেছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

এরা আগে সকাল সাড়ে ৬টার দিকে রেলপথ অবরোধ করে ও ট্রেন আটকে করা বিক্ষোভে স্টেশনের কাছে রাজশাহী থেকে খুলনা অভিমুখে ছেড়ে আসা সাগরদাঁড়ি ট্রেন, ঢাকাগামী মধুমতি, বনলতা, সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন থেমে যায়। ফলে সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈদ শেষে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

সাখাওয়াত হোসেন/এমএন/জেআইএম

Read Entire Article