অবশেষে সুলাইমানিয়ার আকাশপথ খুলে দিল তুরস্ক 

3 hours ago 6
দীর্ঘ বিরতির পর অবশেষে সুলাইমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য আকাশপথ খুলে দিয়েছে তুরস্ক। বিমানবন্দরের জনসংযোগ বিভাগ জানায়, তুরস্কের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ১৫ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়। খবর শাফাক নিউজ।  প্রায় আঠারো মাস ধরে বন্ধ থাকা এই রুট খুলে দেওয়া কুর্দিস্তান অঞ্চলের জন্য এক বিশাল স্বস্তির খবর। আগে পিকেকের অনুপ্রবেশের আশঙ্কা দেখিয়ে তুরস্ক ২০২৩ সালের এপ্রিলে আকাশপথ বন্ধ করে দেয়। এতে বাণিজ্য ও পর্যটন খাতে বিপুল ক্ষতি হয়, এবং সুলাইমানিয়ার অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়ে। নতুন করে আকাশপথ খোলার ফলে সুলাইমানিয়াকে কেন্দ্র করে নতুন ফ্লাইট করিডর, বাণিজ্যিক সংযোগ এবং পর্যটন রুট চালুর সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয় বিশ্লেষকরা বলছেন, এটি শুধু বিমান চলাচল নয়—আঞ্চলিক রাজনীতিতে তুরস্ক ও কুর্দিস্তান অঞ্চলের সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিতও দিতে পারে। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ বিরতির পর যোগাযোগ, পণ্য পরিবহন ও কূটনৈতিক সংলাপের দরজা একসঙ্গে খুলে যেতে পারে।
Read Entire Article