অবসর নেওয়া তামিমের প্রতি বিসিবির কৃতজ্ঞতা

2 weeks ago 15

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশের ক্রিকেটে একটি যুগের অবসান ঘটল। দুই দিন আগেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তামিমের অন্তর্ভুক্তি নিয়ে অপেক্ষার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই অপেক্ষা শেষ হয়েছে তামিমের বিদায়ের মাধ্যমে।

বিসিবি তামিমকে দেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ওপেনার হিসেবে স্বীকৃতি দিয়েছে। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে তামিমকে উদ্দেশ্য করে বিসিবি লিখেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ওপেনিং ব্যাটসম্যানের অবসর ঘোষণার মধ্য দিয়ে অসাধারণ একটি অধ্যায়ের সমাপ্তি হলো।’ 

তামিমের অসামান্য অবদান ও স্মৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিসিবি আরও লিখেছে, ‘তোমার আইকনিক সেঞ্চুরি ও অগণিত স্মৃতি চিরকাল ভক্তদের হৃদয়ে অমলিন থাকবে। তুমি আমাদের দেখিয়েছ কীভাবে কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হয়। স্বপ্ন পূরণের সাহস, আশা জোগানো এবং নতুন প্রজন্মকে স্বপ্ন দেখানোর জন্য তোমার প্রতি কৃতজ্ঞতা।’

বিসিবি তামিমের স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে একটি কাভার ফটো প্রকাশ করেছে, যেখানে তাকে ‘নতুন প্রজন্মের প্রেরণাদাতা’ বলে অভিহিত করা হয়েছে।

২০০৭ সালে অভিষেক হওয়া তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার। তিন ফরম্যাটে তিনি দেশের পক্ষে ৩৮৭ ম্যাচ খেলে ১৫,১৯২ রান করেছেন, যার মধ্যে রয়েছে ২৫টি সেঞ্চুরি ও ৯৪টি ফিফটি।

তামিম তার অবসরের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরের আগে আমি চাই না, আমার বিষয়টি দলের মনোযোগ ব্যাহত করুক।’

Read Entire Article