সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১

21 hours ago 9

মেহেরপুরে পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি চাইনিজ একে ৪৭ এয়ারগান ও মাদকসহ ইমরান হেলালি প্রিন্স নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে পৌর শহরের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান হেলালি প্রিন্স মেহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নকিব হেলালি মুকুলের ছেলে।

জানা গেছে, শনিবার রাতে সেনাবাহিনীর একটি দল শহরের বড় বাজারে ইমরান হেলালি প্রিন্সের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি চায়না চাইনিজ একে ৪৭ এয়ারগান, ৩৭ পিস ইয়াবা, দুটি স্মার্টফোন ও তিনটি দেশীয় অস্ত্রসহ প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। পরে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

মেহেরপুর থানার ওসি মেজবাহ উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রিন্সের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এয়ারগানের ক্ষেত্রে আমরা সাধারণত একটি জিডি করে অস্ত্রটি জব্দ করি। উদ্ধারকৃত অস্ত্রটি যেহেতু চায়না একে ৪৭ মডেলের একটি এয়ারগান, এ ক্ষেত্রে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেব।

Read Entire Article