অবৈধ অভিবাসন নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

2 days ago 4

অবৈধ অভিবাসনকে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করে সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

রোববার (১৭ আগস্ট) বেলা ১১টা ২১ মিনিটে ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়, এই ধরনের অবৈধ যাত্রার ফলে আটক, নির্বাসন ও ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা হতে পারে। পাশাপাশি বলা হয়েছে, যাত্রা শুরুর স্থানে ফিরিয়ে দেওয়া হতে পারে যাত্রীকে।

বার্তায় আরও বলা হয়, অবৈধ অভিবাসন ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। এতে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকে এবং কখনো কখনো জেলখানায় প্রবেশ করতে হতে পারে। এ ছাড়া অপরাধের রেকর্ড স্থায়ী হতে পারে, যা ভবিষ্যতে যে কোনো ভিসার আবেদন প্রভাবিত করবে।

মার্কিন দূতাবাসের এই বার্তা মূলত সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও বৈধভাবে বিদেশ যাত্রার গুরুত্বের প্রতি জনগণকে সচেতন করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।

Read Entire Article