অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

1 week ago 12
সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডও দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে সুন্দরবনের উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরার লেবুবুনিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন।  অভিযুক্ত ব্যক্তির নাম মো. মাহফুজুর রহমান। তিনি গাবুরা গ্রামের শহর আলীর ছেলে। স্থানীয়দের অভিযোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশ বালু উত্তোলনের মেশিনসংবলিত বলগেটসহ (ড্রেজার মেশিন) তাকে আটক করে। এদিকে তাৎক্ষণিকভাবে প্রশাসন ব্যবস্থা নেওয়ায় ধন্যবাদ জানিয়েছে হিজলীয়া (খোলপেটুয়া) এলাকার বৈধ বালুমহালের ইজারাদার আনারুল ইসলাম। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন বলেন, গাবুরার লেবুবুনিয়া এলাকায় অবৈধভাবে বালি উত্তোলনের খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে অভিযান চালাই। এ সময় বলগেট ও মেশিন জব্দসহ মাহফুজুরকে আটক করা হয়। পরে বালুমাহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় মাহফুজুরকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড দেওয়া হয়।
Read Entire Article