অভিনেতা নিলয় আলমগীরের প্রিয় কুকুর টাইসন আর বেঁচে নেই। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে নিলয় নিজেই জানিয়েছেন, বাসা থেকে দূরে বাউনিয়ায় মৃত অবস্থায় পাওয়া গেছে টাইসনকে।
সামাজিক মাধ্যম ফেসবুকে নিলয় লিখেন, ‘আমাদের কুকুর টাইসনকে মৃত পাওয়া গেছে। বাসা থেকে অনেক দূরে বাউনিয়ায় তার বডি পাওয়া যায়। শরীরে কোনো ক্ষত ছিল না। ধারণা করা হচ্ছে, কেউ তাকে মেরে দূরে ফেলে দিয়ে গেছে। আমাদের টাইসন কোনো দিন কারও ক্ষতি করেনি, কাউকে কামড়ায়নি। তারপরও আজ তার এই পরিণতি হলো।’
এর আগে ২৪ আগস্ট থেকে টাইসন নিখোঁজ ছিল। প্রিয়াঙ্কা রানওয়ে সিটি থেকে কুকুরটি হারিয়ে যাওয়ার পর নিলয় সামাজিক যোগাযোগমাধ্যমে খুঁজে পেতে অনুরোধ করেছিলেন। তিনি জানান, গলায় সবুজ বেল্ট পরা ছিল টাইসনের। সহৃদয় মানুষদের কাছে ফোন নম্বর দিয়ে খোঁজ জানাতে আহ্বানও করেছিলেন অভিনেতা।
চলতি বছরের শুরুতে নাটক ‘পাগলের সুখ’-এ অভিনয় করে আলোচনায় আসে টাইসন। শেষ দৃশ্যে তার অভিনয় দর্শকদের চোখে জল এনে দিয়েছিল। মূলত রাস্তা থেকে আহত অবস্থায় কুকুরছানা টাইসনকে তুলে এনে লালনপালন শুরু করেন নিলয়। পরবর্তীতে নিজের নাটকে তাকে সুযোগ দেন। সেখান থেকেই এক ধাক্কায় টাইসন হয়ে ওঠে দর্শকের কাছে পরিচিত।
প্রিয় পোষ্যকে হারিয়ে ভীষণ মর্মাহত নিলয় আলমগীর। তার ফেসবুক পোস্টে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও শোক প্রকাশ করছেন।