স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

2 hours ago 2

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আশরাফুল মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। এ সময় অপর আসামিকে খালাস দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত আশরাফুল জেলার বোয়ালমারী উপজেলার বিল সরাইল গ্রামের রাশেদ মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালত উপস্থিত ছিলেন না।

মামলার এজাহার ও আদালত সূত্র জানা গেছে, আসামি দাহমাশী জুট মিলস লিমিটেডের শ্রমিক কোয়ার্টারে বসবাস করতেন। ২০১৮ সালের ১৭ আগস্ট মিলের কোয়ার্টারে তাদের বসবাসের কক্ষে নিজ ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই দুজনের নাম উল্লেখ করে মধুখালী থানায় একটি হত্যা মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, স্বামী আশরাফুল মোল্যা তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। মামলায় রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারায় আদালত এ রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এতে সন্তুষ্ট বলেও জানান তিনি।

Read Entire Article