অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে অবাক উদিত নারায়ণ

মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক আচমকা ঘোষণায় সংগীতজগৎকে স্তব্ধ করে দিয়েছেন অরিজিৎ সিং। জনপ্রিয় এই গায়ক জানিয়ে দিয়েছেন, তিনি আর সিনেমায় প্লেব্যাক করবেন না। হিন্দি বা বাংলা—কোনো ভাষার ছবিতেই আর শোনা যাবে না তার নতুন গান। অরিজিতের এমন সিদ্ধান্তে যখন কোটি ভক্তের হৃদয়ে উথালপাথাল অবস্থা, তখন বলিউডের অন্দরমহলেও নেমে এসেছে বিস্ময়ের ছায়া। নবীন তারকার এমন আকস্মিক অবসরের সিদ্ধান্তে অবাক হয়েছেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ণও। অরিজিতের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উদিত নারায়ণ বলেন, ‘খুব কম সময়েই খুব ভালো কাজ করেছেন অরিজিৎ। অ্যাওয়ার্ড, খ্যাতি, সম্মান, অর্থ সব পেয়েছেন তিনি। শুধু তাই নয়, স্টেজে উঠলে তাকে ঘিরে অনুরাগীদের যে উন্মাদনা, সেটা যে কোনো গায়কের কাছে অন্যতম প্রাপ্তি। অরিজিৎ সেটা পেয়েছেন।’ উদিত নারায়ণ বিশ্বাস করেন, অরিজিৎ প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিলেও সুরের জগত থেকে বিচ্ছিন্ন হতে পারবেন না। বর্ষীয়ান এই গায়কের কথায়, ‘এটা হয়তো অরিজিতের সিদ্ধান্ত, তবে গান থেকে কোনোদিন দূরে যেতে পারবেন না তিনি। অরিজিতের গান শ্রোতাদের হৃদয়ে আজীবন রয়ে যাবে

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে অবাক উদিত নারায়ণ
মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক আচমকা ঘোষণায় সংগীতজগৎকে স্তব্ধ করে দিয়েছেন অরিজিৎ সিং। জনপ্রিয় এই গায়ক জানিয়ে দিয়েছেন, তিনি আর সিনেমায় প্লেব্যাক করবেন না। হিন্দি বা বাংলা—কোনো ভাষার ছবিতেই আর শোনা যাবে না তার নতুন গান। অরিজিতের এমন সিদ্ধান্তে যখন কোটি ভক্তের হৃদয়ে উথালপাথাল অবস্থা, তখন বলিউডের অন্দরমহলেও নেমে এসেছে বিস্ময়ের ছায়া। নবীন তারকার এমন আকস্মিক অবসরের সিদ্ধান্তে অবাক হয়েছেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ণও। অরিজিতের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উদিত নারায়ণ বলেন, ‘খুব কম সময়েই খুব ভালো কাজ করেছেন অরিজিৎ। অ্যাওয়ার্ড, খ্যাতি, সম্মান, অর্থ সব পেয়েছেন তিনি। শুধু তাই নয়, স্টেজে উঠলে তাকে ঘিরে অনুরাগীদের যে উন্মাদনা, সেটা যে কোনো গায়কের কাছে অন্যতম প্রাপ্তি। অরিজিৎ সেটা পেয়েছেন।’ উদিত নারায়ণ বিশ্বাস করেন, অরিজিৎ প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিলেও সুরের জগত থেকে বিচ্ছিন্ন হতে পারবেন না। বর্ষীয়ান এই গায়কের কথায়, ‘এটা হয়তো অরিজিতের সিদ্ধান্ত, তবে গান থেকে কোনোদিন দূরে যেতে পারবেন না তিনি। অরিজিতের গান শ্রোতাদের হৃদয়ে আজীবন রয়ে যাবে।’  উল্লেখ্য, মঙ্গলবার রাত ৮টা ২৬ মিনিটে নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে একটি পোস্টে অরিজিৎ লেখেন, ‘সকলকে নিউ ইয়ারের শুভেচ্ছা। এত বছর শ্রোতা হিসেবে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, সে জন্য ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনো কাজ গ্রহণ করব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম। এটি একটি অনবদ্য সফর ছিল।’ সাম্প্রতিক সময়ে বলিউডের প্রায় সব হিট সিনেমার নেপথ্য কারিগর অরিজিতের এমন সিদ্ধান্তে ভক্তমহলে শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow