অলোক আচার্যের ‘তুমি’ বিষয়ক তিনটি কবিতা

5 days ago 12

কবিতার বদলে

কবিতার বদলে
একটা কবিতা কিনতে চাই
মনের বদলে মন
একটা দক্ষিণ দুয়ারী জানালা কিনলে
থাকবে কিছুক্ষণ!

****

অক্টোপাস আমি

তোমাকে জড়িয়ে ধরেছি
অক্টোপাসের মতো
শরীর নয়
সরু গলিটার মতো অন্ধকার তুমি
আর শীতলও
হয়তো মরে ছিলে বহুকাল আগেই
মোমের আগুনে খুঁজি উষ্ণতার স্পর্শ
অতলে শূন্যতার পাহাড়!

****

অ-স্পর্শে তুমি

তোমাকে দেখছি
কতদিন?
সময়ের হিসেবে এক মহাকাল
লিখতে পারিনি বলে আফসোস হচ্ছে না
আটকে আছি ভূ-গোলকের বিন্দুতে
অ-স্পর্শে যোজন দূরত্ব মাপি!

এসইউ/জেআইএম

Read Entire Article