অসংক্রামক রোগ প্রতিরোধে কর্মপরিকল্পনা: ৩৫ মন্ত্রণালয়ের যৌথ সভা

3 hours ago 6

দেশে ক্রমবর্ধমান অসংক্রামক রোগের বোঝা কমানো ও অকাল মৃত্যু প্রতিরোধে যৌথ উদ্যোগের অংশ হিসেবে ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে যৌথ ঘোষণা বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়ন’ বিষয়ে দ্বিতীয় পর্যায়ের সভা হয়েছে।

রোববার রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভা আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা, ক্রীড়া, গৃহায়ন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ বিভিন্ন খাতের সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বলেন, অসংক্রামক রোগ এখন দেশের অন্যতম বড় স্বাস্থ্যঝুঁকি। এই রোগ প্রতিরোধে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, শিক্ষা, ক্রীড়া, খাদ্য, কৃষি, বাণিজ্যসহ সব খাতকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি জানান, ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগকে সম্পৃক্ত করে ‘যৌথ ঘোষণা’ স্বাক্ষরিত হয়েছে। প্রথম সভা ২৯ সেপ্টেম্বর উৎপাদন ও বাণিজ্য খাতের সঙ্গে হয়, আর রোববার দ্বিতীয় সভা মূলত শিক্ষা, ক্রীড়া, যুব, নগর উন্নয়ন ও স্থানীয় সরকার খাতের প্রতিনিধিদের নিয়ে।

সভায় যৌথ ঘোষণার অঙ্গীকার বাস্তবায়নের জন্য একটি সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মন্ত্রণালয়সমূহের পারস্পরিক সমন্বয়, যৌথ জবাবদিহিতা কাঠামো গঠন এবং বহু মন্ত্রণালয়ভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে মতামত দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অসংক্রামক রোগ প্রতিরোধে কারিগরি সহায়তা, সমন্বয় ও সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সভায় উল্লেখ করা হয়।

এসইউজে/এমআইএইচএস/জিকেএস

Read Entire Article