অসীম-অপুর ১৪ ফ্ল্যাট ও ৫ দোকান দেখভালে রিসিভার নিয়োগ

3 months ago 42

সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিলের নামে উত্তরার সাততলা ভবনের জব্দ করা ১৪টি ফ্ল্যাট দেখভালে রিসিভার নিয়োগের আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

এ ছাড়া অপু উকিলের নামে থাকা ৫টি দোকান দেখভালেও রিসিভার নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। 

বুধবার (১৪ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

এদিন দুদকের উপপরিচালক খন্দকার নিলুফা জাহান রিসিভার নিয়োগ চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, অসীম কুমার উকিল এবং তার স্ত্রী অপু উকিলের নিজ নামে অর্জিত ধানমন্ডির দুটি ফ্ল্যাটসহ এসব স্থাবর সম্পদের ওপর আদালত ১৫ অক্টোবর ক্রোকাদেশ দেন। পরে সময়ে দেখা যায়, ক্রোককৃত সম্পত্তির মধ্যে ধানমন্ডির দুটি ফ্ল্যাটে তারা বসবাস করেন বিধায় উত্তরার ১৪টি ফ্ল্যাট এবং রাজধানীর একটি শপিং মলের ৫টি দোকান দেখভালে আদালতের মাধ্যমে রিসিভার নিয়োগ একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

Read Entire Article