অসুস্থ যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলী আহমদ আলমের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি আলী আহমদের অসুস্থতার খবর নজরে আসে তারেক রহমানের। পরে তিনি এ যুবদল নেতার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন এবং তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন।
তারেক রহমানের নির্দেশে চিকিৎসার সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে। তারা ইতোমধ্যেই একটি মেডিকেল বোর্ড গঠন করে আলী আহমদ আলমকে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন।
মেডিকেল বোর্ডে রয়েছেন, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক প্রফেসর ড. হেজবুল্লাহ জিবন, হৃদরোগ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মুকলাছুর রহমান, স্নায়ুবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ড. মুস্তাফা হোসেন, মানসিক রোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ রিয়াদ ও সহকারী পরিচালক (প্রশাসন) ড. মো. বদরুল আমিন।
ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দলের প্রতি নিবেদিত একজন নেতার পাশে এভাবে দাঁড়িয়ে তারেক রহমান আবারও প্রমাণ করেছেন তিনি শুধু রাজনৈতিক নেতৃত্বই দেন না, দুঃসময়ে নেতাকর্মীদের ভরসা ও আশ্রয় হয়ে দাঁড়ান। তার এ মানবিক উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণার বাতিঘর। আলী আহমদ আলমের মতো নিবেদিতপ্রাণ নেতার চিকিৎসার দায়িত্ব নেওয়ায় আমরা তারেক রহমানের কাছে কৃতজ্ঞ। তিনি দেশের বাইরে থেকেও নেতাকর্মীদের খোঁজখবর রাখছেন, যা আমাদের শক্তি জোগায়। তারেক রহমান প্রমাণ করেছেন বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি পরিবার। এখানে নেতাকর্মীরা দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়ায়।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সহসভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা লিটন, আনোয়ার হোসেন রাজুসহ দলীয় নেতাকর্মীরা।
এদিকে, যুবদল নেতা আলী আহমদ আলমের চিকিৎসার খোঁজ-খবর ও তাকে দেখতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।