অসুস্থ হয়ে হাসপাতালে গাজীপুরের একই কারখানার ৮০ শ্রমিক

3 months ago 9

গাজীপুর মহানগরীর বাসন থানার নাওজোড়ের কড্ডা এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড (আইসিসি ইন্টারন্যাশনাল) নামের কারখানার বহু শ্রমিক আজও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে কী কারণে তাদের এমনটা হচ্ছে তা নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসক।

সোমবার (১৯ মে) সকালে কারখানায় যোগ দেওয়ার পর থেকেই শ্রমিকরা অসুস্থ হতে থাকেন।

অসুস্থ শ্রমিকদের স্থানীয় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগ শ্রমিকই পেটে প্রচণ্ড ব্যথা, বমি, মাথা ঘুরানো নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান হাসপাতালের চিকিৎসক।

অসুস্থ শ্রমিকরা জানান, সকালে কারখানার কাজে যোগ দেওয়ার পরপরই মাথা ঘোরাসহ বমিভাব শুরু হয়। পরে কারখানার মেডিকেলে যাওয়ার সময় সিঁড়ি থেকে নামতেই অনেকের বমি হয়। পরে তাদের কারখানার গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. সায়েম কবির জানান, ৮০ জনের মতো শ্রমিককে হাসপাতালের ইনডোরে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিটি রোগী বমি, পেটব্যথা, মাথা ঘোরা সমস্যা নিয়ে আসছেন। কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট নিয়েও আসছেন। রোগীরা সবাই সুস্থ আছেন। আমরা প্রাথমিক চিকিৎসা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, চিকিৎসা বলতে আমরা যদি বলি তাহলে তারা সাইকোলজিক্যালি একটু দুর্বল আছেন, এটাই আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তারা পানি পানের কারণে বললেও গরম থেকেও এমনটা হতে পারে। অতিরিক্ত মানসিক চাপ থেকেও এমনটা হতে পারে।

গত ১৭ মে একই কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

Read Entire Article