অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণা

2 hours ago 3

আগামী মাসে পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেই দলে আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে বিশ্রামে থাকা দুই ক্রিকেটার জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সকে রাখা হয়েছে । 

অধিনায়ক প্যাট কামিন্স বর্তমানে পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এবং তিনি সম্প্রতি শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার সিরিজে পাওয়া অ্যাংকল ইনজুরি নিয়ে স্ক্যান করাবেন। অন্যদিকে, জশ হ্যাজলউড এখনও তার কাফ ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন, যা ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তার অংশগ্রহণ আগেভাগেই শেষ করে দেয়। 

অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা। 

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘এটি একটি ভারসাম্যপূর্ণ এবং অভিজ্ঞ স্কোয়াড। এই দলের মূল খেলোয়াড়রা আগের ওয়ানডে বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, গত বছরের সফল যুক্তরাজ্য সফর এবং সাম্প্রতিক পাকিস্তান হোম সিরিজে যুক্ত ছিল। এটি প্রতিপক্ষ এবং পাকিস্তানের কন্ডিশনের ভিত্তিতে ভিন্ন কৌশলের সুযোগ এনে দিবে আমাদের।’ 

পেস আক্রমণে মিচেল স্টার্ক এবং নাথান এলিসের পাশাপাশি আছেন কামিন্স ও হ্যাজলউড। এছাড়া, দলের একমাত্র ফ্রন্টলাইন স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন অ্যাডাম জাম্পা। 

অলরাউন্ডার অ্যারন হার্ডি এবং ম্যাথিউ শর্টও স্কোয়াডে স্থান পেয়েছেন। উইকেটকিপিং বিভাগে অ্যালেক্স ক্যারি রয়েছেন, যিনি গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সফল প্রত্যাবর্তনের পর থেকে নিয়মিত। এছাড়া, জশ ইংলিসও বর্তমানে কাফ ইনজুরি থেকে সেরে উঠছেন। 

চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পর্যন্ত প্রাথমিক স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রয়েছে। 

অস্ট্রেলিয়া ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ড (২২ ফেব্রুয়ারি), দক্ষিণ আফ্রিকা (২৫ ফেব্রুয়ারি) এবং আফগানিস্তানের (২৮ ফেব্রুয়ারি) বিপক্ষে গ্রুপ-বি-তে লড়াই করবে। তার আগে তারা শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে খেলবে।

Read Entire Article