অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

2 months ago 36

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি শিক্ষক অধ্যাপক মাজহারুল তালুকদার (৪৯)। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ জানায়, রোববার (৮ ডিসেম্বর) গ্যালং শহরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি থেকে ছিটকে আসা একটি বস্তুর আঘাতে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, এ সময় বস্তুটি গাড়ির সামনের কাচ ভেঙে মাজহারুলকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি দেশটির ক্যানবেরা বিশ্ববিদল্যায়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িতে মাজহারুলের স্ত্রী এবং দুই মেয়েও ছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য তৎক্ষণাৎ ক্যানবেরা হাসপাতালে ভর্তি করা হয়। ড. মাজহারুল তালুকদারের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। 

Read Entire Article