ফেনীর সোনাগাজীতে অস্ত্র ও মাদকসহ আব্দুল্লাহ আল নোমান ওরফে আবদুল হক নোমান (৪২) নামে তাঁতী দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) ভোরে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক ও মৃধা বাড়ির সালেহ আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাগাজী থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নোমানকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার বসতঘর তল্লাশি করে তিনটি কার্তুজ, ১১টি বিস্ফোরকদ্রব্য ও পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, নোমানের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানা, ফেনী সদর থানা, চট্টগ্রাম ও ভোলাসহ দেশের বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা আছে।
সোনাগাজী উপজেলা তাঁতী দলের সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন বলেন, উপজেলা সমবায় দলের আহ্বায়ক সালাহ উদ্দিন আকবরের সঙ্গে বিরোধের জেরে নোমানকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে। নোমানের কাছ থেকে পুলিশ কিছুই পায়নি।
কথার একপর্যায়ে তিনি বলেন, ব্যক্তির অপরাধের দায় সংগঠন নেবে না। আমরা জেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে অপরাধ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেব।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এমএন/এএসএম