অস্ত্রসহ ইউপিডিএফের কর্মী জীবন গ্রেপ্তার 

3 months ago 34

পার্বত্য খাগড়াছড়ির লক্ষীছড়িতে অস্ত্র-গুলিসহ জীবন চাকমা (২৮) নামে ইউপিডিএফের এক কর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 

শনিবার (১০ মে) রাত ৩টার দিকে লক্ষীছড়ির দুর্গম দুল্যাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার জীবন চাকমা দুল্যাতলীর কৈলাশমহাজন পাড়ার বাসিন্দা মৃত শান্তি চাকমার ছেলে। সে পার্বত্য শান্তি চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী। এ ছাড়া তার বিরুদ্ধে লক্ষীছড়ি এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকার একটি বাড়িতে ইউপিডিএফ সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ইউপিডিএফের সক্রিয় সদস্য জীবন চাকমাকে অস্ত্রসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড গুলি, একজোড়া ইউনিফর্ম, ২টি মোবাইলসহ (১টি স্মার্টফোন এবং ১টি বাটন ফোন, ১টি নোট বুক) এনআইডি কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে তাকে অস্ত্র ও গুলিসহ লক্ষীছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে পার্বত্য এলাকায় শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষীছড়ি থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন বলেন, গ্রেপ্তার জীবনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর আদালতে সোপর্দ করা হয়েছে।

Read Entire Article