ছাত্রলীগ নেতা ছেলেকে ধরিয়ে দিতে ফেসবুকে বাবার পোস্ট ভাইরাল

3 hours ago 4

ডেমরা থানা তাঁতী দলের সদস্য সচিব মো. মুকুল তার ছেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন সাবেক ডেমরা থানা ছাত্রলীগের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজল কুন্ডের একান্ত সহযোগী এহসানুল হক তায়িফকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার জন্য ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। 

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে ডেমরা থানা তাঁতী দলের সদস্য সচীব মো. মুকুলের ফেসবুক আইডিতে আপলোড হলে বিষয়টি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। মুকুলের ছেলে  ছাত্রলীগ নেতা এহসানুল হক তায়িফ বর্তমানে পলাতক রয়েছেন।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মুকুল স্পষ্ট ভাষায় লিখেছেন, তার ছেলে এহসানুল হক তায়িফ বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সজল কুন্ডের সঙ্গে মিলে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। শুধু তাই নয়, ডেমরা-যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের গণহত্যার মামলারও অন্যতম আসামি তিনি। ডেমরা থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বর্তমানে আরও দুটি মামলা আদালতে বিচারাধীন। এই প্রেক্ষাপটে মুকুল সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে আহ্বান জানিয়েছেন, যে-ই তাকে খুঁজে পান, তাকে আইনের হাতে তুলে দিন।

সন্তানের প্রতি অগাধ মমতা থাকলেও মুকুল কালবেলাকে বলেন, ‘দেশের স্বার্থে, সমাজের শান্তি ফিরিয়ে আনার স্বার্থে আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না। অপরাধী আমার সন্তান হলেও, সে অপরাধীই।’

তার এই অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে একে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক বিরল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। যেখানে একজন নেতা ব্যক্তিগত স্বার্থ নয়, বরং সমাজের স্বার্থকেই বড় করে দেখালেন। এ ঘটনায় বিএনপির স্থানীয় পর্যায়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। 

ডেমরায় দীর্ঘদিন ধরে দলীয় কোন্দল ও গ্রুপিংয়ের খবর থাকলেও, এবার তাঁতী দলের একজন নেতা প্রকাশ্যে নিজের সন্তানের বিরুদ্ধে অভিযোগ তোলায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।

ডেমরা থানা সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান বলেন, ‘একজন নেতা যদি দশের স্বার্থে নিজের সন্তানকেও ছাড় না দেন, তবে এটি সমাজে শক্ত বার্তা দেবে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। সে যতই ক্ষমতাশালী বা প্রভাবশালী পরিবারের সদস্য হোক না কেন।’

Read Entire Article