অ্যাজমা চিকিৎসায় টিবি হাসপাতালে সেমিনার 

5 hours ago 4

রাজধানীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে বায়োলজিস ইন অ্যাজমা ম্যানেজমেন্ট শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) হাসপাতাল অডিটরিয়ামে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল এবং দ্য চেস্ট হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এই সেমিনার ও আলোচনা সভা আয়োজন করা হয়।

হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়শা আক্তারের সভাপতিত্বে এবং পালমোনলজিস্ট ডা. মো. কামরুল হাসানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য চেস্ট  অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। বিশেষজ্ঞ মতামত দেন দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ডা. গোলাম সরোয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া বিদ্যুৎ, কার্যকরী সদস্য ডা. মো. জিয়াউল করিম ও ডা. কাজী মোহাম্মদ আরিফুল কবীর প্রমুখ।

Read Entire Article