আন্টোনিও গ্রিজমানের সঙ্গে আরও এক বছরের চুক্তি করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ২০২৭ সালের জুন পর্যন্ত স্পেনের রাজধানীতেই থাকছেন ফরাসি তারকা। গ্রিজম্যানের আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে।
২০২২ সালে দ্বিতীয়বারের মতো অ্যাতলেতিকোতে যোগ দেন গ্রিজম্যান। ওই সময় ফ্রান্সের এই ফরোয়ার্ডের সঙ্গে চার বছরের চুক্তি করেছিল অ্যাতলেতিকো। এই চুক্তির আগে আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে এক মৌসুম ধারে অ্যাতলেতিকোর হয়ে খেলেছিলেন তিনি।
এর আগে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রথম মেয়াদে অ্যাতলেতিকোর হয়ে পাঁচ মৌসুম খেলেন গ্রিজম্যান। এরপর ১২০ মিলিয়ন ইউরো (১৩৬.৩ মিলিয়ন মার্কিন ডলার) ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যান।
অ্যাতলেতিকোর ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড়দের তালিকায় শীর্ষে থাকা গ্রিজম্যান ক্লাবের হয়ে ৪৪২ ম্যাচ খেলেছেন। দীর্ঘ যাত্রায় স্প্যানিশ সুপার কাপ, ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপ জিতেছেন এবং দলকে ২০১৬ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পৌঁছাতে সাহায্য করেন। তবে শিরোপা জিততে পারেননি। শহর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় তারা।
২০১৮ বিশ্বকাপজয়ী গ্রিজমান এর আগে বলেছিলেন, ক্যারিয়ারের শেষ দিকে যুক্তরাষ্ট্রে খেলতে চান। ২০২১ সালে বার্সেলোনায় থাকার সময় ফরাসি সংবাদপত্র লে ফিগারো-কে বলেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি পছন্দ করেন।
২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন গ্রিজমান। ইউরোর সেমিফাইনালে স্পেনের বিপক্ষে কাছে হেরে এই সিদ্ধান্ত নেন ফ্রান্সের এই ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে ১৩৭ ম্যাচে ৪৪ গোল এবং ইউরো ২০১৬ আসরে সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি।
সদ্য সমাপ্ত ২০২৪-২৫ মৌসুমে অ্যাতলেতিকোর হয়ে ৫৩ ম্যাচে ১৬ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন গ্রিজম্যান। তার ক্লাব লা লিগা টেবিলের তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে। চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে ছিল গ্রিজম্যানের দল।
এমএইচ/এএসএম