আ.লীগ এখন মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালাচ্ছে : রাশেদ প্রধান

3 months ago 11
জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদার (মুকুল) এর উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাওয়ালী আওয়ামী লীগ এখন মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালাচ্ছে।   বুধবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাশেদ প্রধান এ কথা বলেন। বিবৃতিতে জাগপার এই মুখপাত্র বলেন, কথাবার্তা পরিষ্কার- আওয়ামী লীগের রাজনীতি চূড়ান্তভাবে নিষিদ্ধ না হলে, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ পরিবার এবং দেশের জনগণ নিরাপদ থাকতে পারবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুপ্ত হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর স্বাধীনতার চেতনা বিক্রি করেছে। ক্ষমতা হারানোর পর এখন দেউলিয়া হয়ে বীর মুক্তিযোদ্ধাদের উপর হামলা-মামলা এবং লুটপাট শুরু করেছে। রাশেদ প্রধান বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদারের (মুকুল) উপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান।  জাগপার বিবৃতিতে ঘটনার বর্ণনা দিয়ে বলা হয়, রোববার (৪ মে) বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদারের গ্রামের বাড়িতে রাতে ডাকাতি হয় এবং ঘরের মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায় আওয়ামী সন্ত্রাসীরা। এই সংবাদ শুনে তিনি পরদিন সোমবার নরসিংদীর পলাশবাজার সংলগ্ন চলনা গ্রাম নিজ বাড়িতে যান। এ সময় ওঁতপেতে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা এসে উদ্ধার করে তাকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করায়।
Read Entire Article