আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে যোগ দিল যেসব দল ও সংগঠন

3 months ago 39

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে আবারও উত্তাল হয়েছে রাজপথ। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না এলে আবারও সারা ঢাকা শহরে ব্লকেড এবং ঢাকা মার্চ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

তবে এই দাবিতে কর্মসূচি পালন করছে ৪৫টিরও বেশি রাজনৈতিক দল ও সংগঠন। বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ও শুক্রবার বিকাল থেকে শাহবাগ মোড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে এসব দল ও সংগঠন।

এখন পর্যন্ত কর্মসূচিতে অংশ নিয়েছে এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, এবি পার্টি, ইসলামী ছাত্রশিবির, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই ঐক্য, ইনকিলাম মঞ্চ, জুলাই মঞ্চ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই রেভুলোশনারি জার্নালিস্ট এলায়েন্স, বিপ্লবী ছাত্র পরিষদ, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল এসোসিয়েশন অব বাংলাদেশ, স্টুডেন্ট এলায়েন্স ফর ডেমোক্রেসি, রক্তিম জুলাই।

সোচ্চার ঢাবি, নিরাপদ বাংলাদেশ চাই, একতার বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই, এইচআর এসএস, জুলাই বিগ্রেড, স্টুডেন্ট রাইটস ওয়াচ, আজাদ ফিলিস্তিন, জুলাই বিপ্লব পরিষদ, স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন, আমাদের মোহাম্মদপুর, জাস্টিস ফর অল, রেড এলায়েন্স, ছাত্র নাগরিক ঐক্য, ইউথ ফর পিস, ঢাকা মুভমেন্ট, ধানমন্ডি এলায়েন্স, কমিউনিটি এলায়েন্স, জুলাইয়ের প্রেরণা, মুক্তির আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, জনতার ঐক্য, আগামীর বাংলাদেশ, পিপলস একটিভিস্ট কোয়ালিশন প্যাক, জুলাই রেভুলোশনারি জার্নালিস্ট এলায়েন্স।

Read Entire Article