আ.লীগ নিষিদ্ধের দাবিতে এক্সপ্রেসওয়ে ৫ ঘণ্টা ব্লকেড, চরম ভোগান্তি 

3 months ago 62

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকা-মাওয়া-খুলনা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজার সামনে ৫ ঘণ্টা পর্যন্ত ব্লকেড করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

শুক্রবার (৯ মে) রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত মহাসড়কে তারা ব্লকেড করে রাখে। এ সময় দুই পাশের শত শত গাড়ি আটকা পড়ে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। পাঁচ ঘণ্টা পর ভোর ৫টায় প্রশাসনের অনুরোধে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ব্লকেড উঠিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সদস্যসচিব আশরাফ হোসেন জানান, কেন্দ্রীয় নির্দেশে আমরা মহাসড়কে ব্লকেড করেছি এবং কেন্দ্রীয় নির্দেশে উঠে এসেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। 

তিনি আরও জানান, বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদ ১৭টি বছর সন্ত্রাসের রাজত্ব করেছিল, খুন গুম ও গণতন্ত্র হত্যা করে তারা রাজনীতির নামে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, তাদের রাজনীতি করার যোগ্যতা এ দেশ থেকে হারিয়ে ফেলেছে। তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই। বর্তমান সরকার এই আওয়ামী রাজনীতি নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। 

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, ভাঙ্গা টোল প্লাজার সামনে ছাত্র-জনতা ব্লকেড করেছিল। পরে তারা রাস্তা ছেড়ে দিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

Read Entire Article