আ.লীগ নেতা তুহিন গ্রেপ্তার

8 hours ago 7
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া তিন মামলার আসামি সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর আদালত এলাকায় কেরামতিয়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তুহিন রংপুর মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য তিনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে মামলার কাজ শেষে ফেরার পথে আদালতের পাশে কেরামতিয়া মসজিদের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন তুহিন মোট তিনটি মামলার আসামি। তিনি রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ দীর্ঘদিন পিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই অভ্যুত্থানের পর তার পিপি পদ বাতিল করা হয়। এরপরও তিনি নিয়মিত আদালতে উপস্থিত থেকে আইন পেশা নিয়োজিত ছিলেন। রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান কালবেলাকে বলেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক পিপি তুহিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন দমন ও হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানায় দুটি এবং তাজহাট থানায় একটি মামলা রয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
Read Entire Article